মেগাস্পোরোজেনেসিস এবং মেগাগ্যামেটোজেনেসিস (Megasporogenesis and Megagametogenesis)
-:মেগাস্পোরোজেনেসিস এবং মেগাগ্যামেটোজেনেসিস (Megasporogenesis and Megagametogenesis):-
মেগাস্পোর বা ডিম্বাণু মাতৃকোশ এবং মেগাগ্যামেট বা ডিম্বাণু গঠনের ধাপসমূহ
●মেগাস্পোর আসলে কি?
> মেগাস্পোর (Megaspore) হল হ্যাপ্লয়েড (n) কোশ, যা মেগাস্পোর মাতৃকোশ (Megaspore Mother Cell,2n) থেকে মিয়োসিস বিভাজনের মাধ্যমে সৃষ্ট হয় ,এবং পরবর্তীতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে মেগাগ্যামেট বা ডিম্বাণু (n) গঠন করে।
●মেগাস্পোর গঠনের পর্যায় (Megasporogenesis) গুলো কি কি?
■এই প্রক্রিয়ার সর্বপ্রথম যে কোশ অংশগ্রহণ করে তার নাম আর্কিস্পোরিয়াল কোশ (Archesporial Cell)।
■আর্কিস্পোরিয়াল কোশ সর্বপ্রথম বিভাজিত হয়ে প্রাথমিক স্পোরোজেনাস কোশ (Primary Sporogenous Cell) গঠন করে।
■ প্রাথমিক স্পোরোজেনাস কোশ টি পরবর্তীতে মেগাস্পোর মাতৃকোশ হিসেবে ভূমিকা পালন করে।
■মিয়োসিস বিভাজনের ফলে ক্রমে 2 টি পরে 4 টি মেগাস্পোর গঠিত হয়(n)।
■ক্রমে দেখা যায় 4 টি কোশ এর মধ্যে 3 টি কোশ বিনষ্ট হয়,যাদের বিনষ্টপ্রায় মেগাস্পোর (Degenerating Megaspore ,n) বলে।
■ 1টি মেগস্পোর পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করে।
★★[প্রসঙ্গত উল্লেখ্য:- আর্কিস্পোরিয়াল কোশ কখনো কখনো বিভাজিত না হয়ে সরাসরি মেগাস্পোর মাতৃকোশ হিসেবে ভূমিকা পালন করে। ]
●মেগাগ্যামেট আসলে কি?
>মেগাগ্যামেট বা ডিম্বাণু হল একপ্রকার হ্যাপ্লয়েড (n) কোশ ,যা মেগাস্পোর(n)থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে সৃষ্ট হয় এবং পরবর্তীতে পুং গ্যামেট(n) দ্বারা নিষিক্ত (Fertilized) হয়ে জাইগোট বা ভ্রূনানু (2n) গঠন করে।
●মেগাগ্যামেট গঠনের পর্যায়
(Megagametogenesis) গুলি কি কি?
■.মেগাস্পোর গঠনের পর মেগাস্পোর কোশ টি মাইটোসিস বিভাজন করে।
■.মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোশ টি প্রথমে 2 টি, 2 টি থেকে 4 টি ,4 টি থেকে 8 টি নতুন কপি তৈরী করে।
■.এই 8 টি নতুন কোশ এর মধ্যে 4 টি 4 টি করে দুভাগে ভাগ হয়ে ভ্রূণ থলি র দুপ্রান্তে চলে যায়।
■মোট 4 টি কোশের মধ্যে 3 টি কোশ জোড় গঠন করে ও একটি একটি করে মোট দুটি কোশ ভ্রুনথলি র দুপ্রান্ত থেকে থলির মাঝখানে এসে জোড় গঠন করে,এই কোশ জোড় কে বলে নির্ণীত নিউক্লিয়াস (Definitive Nucleus,2n) ।
■দুপ্রান্তের 3 টি করে কোশজোড়ের মধ্যে যে জোড় ডিম্বকরন্ধ্রের দিকে অবস্থান করে তার একটি ক্রমে হ্যাপলয়েড (n) ডিম্বাণু গঠন করে ও বাকি দুটি কোশ সহকারী কোশ (Synergrids,n) গঠন করে।
■ অপর প্রান্তর তিনটি কোশ প্রতিপাদী কোশ (Antipodial Cell,n) গঠন করে।
◆এভাবে উপরিউক্ত পদ্ধতি র মাদ্ধমে মেগাস্পোরোজেনেসিস এবং মেগাগ্যামেটোজেনেসিস প্রক্রিয়া টি সম্পন্ন হয়ে থাকে,এবং উৎপন্ন ডিম্বাণু পরবর্তীতে নিষেকে অংশগ্রহণ করে ও জাইগোট বা ভ্রূনানু (2n)গঠন করে।
.............................................
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubt ,please let me know