ফুল এবং তার বাহ্যিক অংশসমূহ (Flower and its external parts)🌻🌻
ফুল এবং তার বাহ্যিক অংশসমূহ {চিত্র} (Flower and it's external parts):
একটি আদর্শ ফুলের বাহ্যিক অংশসমূহ
[Brassica nigra: কালো সরষে]
■সংজ্ঞা (Defination):--- সপুুষ্পক উদ্ভিদের যে জনন কার্য র জন্য প্রধানত গঠিত অঙ্গ উদ্ভিদের পরিবর্তিত বিটপ (ভাজক কলার কোশ থেকে উৎপন্ন )যার ক্লোরোফিল সমন্বিত বৃতি (sepal) সালোকসংশ্লেষ (Photosynthesis) করে ,রঙিন দলমণ্ডল (corolla)স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ এ সহায়তা র জন্য পরাগবাহক কে আকৃষ্ট করে, রেণুথলি (Anther)রেনুর পুষ্টি সম্পন্ন হওয়া পর্যন্ত রেনু ধারণ করে , গর্ভমুন্ড (Stigma)রেনুর অঙ্কুরোদগমে সহায়তা করার মাধ্যমে গর্ভাশয় (Overy) কে নিষিক্ত করে ক্রমান্বয়ে ফল (Fruit) গঠন করে, উদ্ভিদের সেই বিশেষ অঙ্গ কে ফুল (আদর্শ ফুল )বলে।
■বিশেষ দ্রষ্টব্য::::::
বৃতি এবং দলমণ্ডল পৃথক ভাবে চেনা যায় না রজনী গন্ধা ফুলে ,যার বিজ্ঞানসম্মত নাম Polianthes tuberosa
1.বৃতি বা Calyx এর একক Sepal
2.দলমণ্ডল বা Corolla এর একক Petal
3.পুংকেশর চক্র বা Androecium এর একক Stamen
4.গর্ভকেশর চক্র বা Gynoecium এর একক Carpel
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubt ,please let me know