মেগাস্পোরোজেনেসিস এবং মেগাগ্যামেটোজেনেসিস (Megasporogenesis and Megagametogenesis)
-:মেগাস্পোরোজেনেসিস এবং মেগাগ্যামেটোজেনেসিস (Megasporogenesis and Megagametogenesis) :- মেগাস্পোর বা ডিম্বাণু মাতৃকোশ এবং মেগাগ্যামেট বা ডিম্বাণু গঠনের ধাপসমূহ ● মেগাস্পোর আসলে কি? > মেগাস্পোর ( Megaspore ) হল হ্যাপ্লয়েড (n) কোশ, যা মেগাস্পোর মাতৃকোশ ( Megaspore Mother Cell ,2n) থেকে মিয়োসিস বিভাজনের মাধ্যমে সৃষ্ট হয় ,এবং পরবর্তীতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে মেগাগ্যামেট বা ডিম্বাণু (n) গঠন করে। ● মেগাস্পোর গঠনের পর্যায় (Megasporogenesis) গুলো কি কি? ■ এই প্রক্রিয়ার সর্বপ্রথম যে কোশ অংশগ্রহণ করে তার নাম আর্কিস্পোরিয়াল কোশ ( Archesporial Cell )। ■আর্কিস্পোরিয়াল কোশ সর্বপ্রথম বিভাজিত হয়ে প্রাথমিক স্পোরোজেনাস কোশ ( Primary Sporogenous Cell) গঠন করে। ■ প্রাথমিক স্পোরোজেনাস কোশ টি পরবর্তীতে মেগাস্পোর মাতৃকোশ হিসেবে ভূমিকা পালন করে। ■মিয়োসিস বিভাজনের ফলে ক্রমে 2 টি পরে 4 টি মেগাস্পোর গঠিত হয়(n)। ■ক্রমে দেখা যায় 4 টি কোশ এর মধ্যে 3 টি কোশ বিনষ্ট হয়,যাদের বিনষ্টপ্রায় মেগাস্পোর ( Degenerating Megaspore ,n ) বলে। ■ 1টি মেগস্পোর পরবর্তী বিভাজনে অং...